তারিখ:২৩/০৯/২০২৫ খ্রিষ্টাব্দ
স্থান: সাতক্ষীরা সরকারী কলেজ হলরুম
বিষয়ঃ মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার, উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা মহোদয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহীনুর চৌধুরী,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,সাতক্ষীরা এর উপপরিচালক জনাব মিজানুর রহমান শরিফ,উক্ত কলেজের ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এবং উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন উক্ত কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো:আবুল হাশেম সাতক্ষীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সাতক্ষীরা'র কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত সেমিনার সভায় মাদকের ক্ষতিকর দিক নির্দেশনামূলক লিফলেট ও খাতা বিতরণ করা হয় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসি,সাতক্ষীরার উপপরিচালক জনাব মিজানুর রহমান শরীফ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং শিক্ষক - শিক্ষার্থীবৃন্দ সকলে মাদকের ক্ষতিকর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক - শিক্ষার্থীদেরকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ মহোদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস